মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিডিআর হত্যা মামলায় ১৫২ জন কে ফাঁসির আদেশ

bdrbderoho

নিজস্ব প্রতিনিধিঃ

পিলখানায় বিডিআর হত্যা মামলার  রায়ে   ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত, অস্থায়ী তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় দেয়।সকাল ৮ টায় প্রিজন ভ্যানে ৮২৬ জন আসামিকে আনা হয় আদালতে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল পুরো আদালত প্রাঙ্গন জুড়ে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন আদালতে। দুপুরে পড়া শুরু হয় রায়। প্রথমে বিভিন্ন মেয়াদে ২৬৩ জনের সাজা ঘোষণা করেন বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। বেকসুর খালাশ দেয়া হয় ২৭১ জনকে। বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগের ওয়ার্ড নেতা তোরাব আলীসহ যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় ১৬১ জনকে। আর ১৫২ জন আসামিকে আদালত ফাঁসির আদেশ দেয়।এ রায়ে সন্তুষ্ট বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ।এদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, এ  রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।২৭১ জন বেকসুর খালাশ পেলেও বিদ্রোহ মামলায় তাদের সাজা থাকায় তারা এখনই মুক্ত হচ্ছেন না। এছাড়া তাদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনেও মামলা চলছে।

Leave a Reply