Thursday, December 12Welcome khabarica24 Online

বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে: রিজভী

rizbi

নেতাকর্মীদের ওপর যতই নির্যাতন-নিপীড়ণ চালাক না কেন বিজয় অর্জন না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী । শনিবার বিকেলে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ অবৈধ। প্রশাসনের লোকজন তাদের অবৈধ নির্দেশ পালন করছে। আর নিপীড়নের শিকার হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীরা। তিনি বলেন, আমাদের কর্মসূচি চলছে, কর্মসূচির বাইরে নেই। পরবর্তী নতুন কর্মসূচি কি তা সময়মত জানানো হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি অসহায় নয়। আমরা হিসেবের খাতায় সব ঋন লিখে রাখছি। সময় আসলে সব কড়ায় গণ্ডায় শোধ নেয়া হবে।রিজভী বলেন, সরকার আগ্রাসী ক্ষমতার স্বৈরাচারকে নতুন মোড়কে একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য একতরফা অগণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে সন্ত্রাসী ও জনগণের টাকায় কেনা বন্দুকের ওপর নির্ভর করে ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে।দুদককে অকার্যকর করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকতে সরকারি আমলাদের ব্যবহার করার জন্য দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে। নির্বাচন কমিশন তার কার্যকলাপের মধ্য দিয়ে নিরপেক্ষ ভাবমূর্তি ও পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে পারেনি।সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সারাদেশে ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে থেকে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন-নিপীড়নের স্বীকার হয়েছে।

Leave a Reply