বিচার পাবো কী?
পাঁচ বছরের ছোট্ট পাখি
কি অপরাধ ছিলো তার
নরপিশাচের কালো থাবায়
জীবন গেলো যার।
বিচার পাবো কী?
মা বাবার সেই আর্তচিৎকার
কানে বাজে কি কারো
ছোট্ট আয়াত নিশ্চয়ই বলেছে
দানব আমায় ছাড়ো!
বিচার পাবো কী?
বর্বরদশা নতুন নয়তো
এতো বেশ পুরনো ফন্দি
দেখবো হয়তো নরপিশাচরা
কিছুদিন রবে বন্দী।
বিচার পাবো কী?
তুলতুলে সেই দেহখানি
টুকরো টুকরো হলো
সমাজপতি বিচারপতি
তোমাদের চোখ খোলো।
বিচার পাবো কী?
আমার সন্তান, তোমার সন্তান
কেউ তো নয় নিরাপদ
আজকে নয়তো কাল সেটার
দিতে হবে খেসারত।
বিচার পাবো কী?
ছোট্ট আয়াতের খুনির শাস্তি
ক্রসফায়ার যেনো হয়
তাহলেই আগামীতে দানবের দল
পাবে কঠিন ভয়।
বিচার পাবো কী?
নিত্য নতুন কৌশলে রোজ
যাচ্ছে তাজা প্রাণ
বাবা-মায়েদের বুক চিরে
হচ্ছে খানখান!
বিচার পাবো কী?
অন্যায়কারী এইভাবে আর
কতো কতো প্রাণ নেবে
আয়াতের মতো তাজা ফুলেরা
অকালে ঝরে যাবে।