অবরোধে নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে জামিনের শুনানি শেষে মহানগর মুখ্য হাকিম আদালত এ আদেশ দেয়।পুলিশের কাজে বাঁধা, হত্যার চেষ্টা ও নাশকতার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করতে বলেছে আদালত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন আবেদনের শুনানি বাইশে জানুয়ারি ঠিক করেছে মহানগর দায়রা জজ আদালত। বিএনপি নেতা মওদুদ আহমদকে গ্রেপ্তার ও আটকের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে রোববার। এদিকে নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।