বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গত তিনদিন অবরোধ চলাকালে চট্টগ্রামে বেশ কয়েকটি মামলায় আসামী করা হয়েছে মীর নাছিরসহ আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। সকালে আটক করা হয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ২২ নেতাকর্মী। বিকেলে আাদলতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাদের কারাাগরে পাঠিয়ে দেয়া হয়।