বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপি আটককৃত নেতাদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

rizbi

নিজস্ব প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে তাদের মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, ৭২ ঘণ্টার ঘোষিত কর্মসূচি থেকে আমরা বিন্দুমাত্র বিচলিত হবো না। হরতাল তীব্র থেকে তীব্রতর হবে। সারাদেশে যেখানে এ সরকারের অনুচররা থাকবে তাদের ঘেরাও করা হবে। যারা এ সরকারকে ঠিকিয়ে রাখতে চাচ্ছে তারা পারবে না।

Leave a Reply