বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে রিমান্ড করেছে হোইকোর্ট। রোববার বিএনপির জৈষ্ঠ্য ৫ নেতার রিমান্ড স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। রোববার বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। বিকেলের দিকে বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের নেতত্বে গঠিত বেঞ্চ শুনানী শেষে রিমান্ঢ স্থগিত করে ৫ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। গত ৭ নভেম্বর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। ১৪ নভেম্বর বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম রেজাউল করিম।