Thursday, December 12Welcome khabarica24 Online

বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ

bnp-5

নিজস্ব প্রতিনিধি

গ্রেফতার হওয়া বিএনপির  ৫ নেতার রিমান্ড শুনানি আগামি বৃহস্পতিবার। শনিবার বিকালে পুরনো ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।শনিবার বিকালে আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে আবেদন জানায় পুলিশ। এছাড়া তাদের জামিনের আবেদন খারিজ করে কারাগারে নেয়ার আদেশ দেন আদালত। মতিঝিলে বাস পোড়ানো ও কমলাপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির আটককৃত জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, গত ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা (নম্বর ১৬) এবং ২৪ সেপ্টেম্বর একই থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের আরেকটি মামলায় (নম্বর ৪৪) ৫ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দুই মামলায় তাদের প্রত্যেককে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এবং একই দিন রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় চেয়াপারসেনর উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী  শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়। আটকের পর তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোট ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করে। শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর হরতাল বাড়িয়ে ৮৪ ঘণ্টা করা হয়েছে।

Leave a Reply