বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি ২৮ নভেম্বর

Bnp-leaders-bail

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদসহ পাঁচ শীর্ষ নেতার জামিন আবেদনের শুনানি শেষ, অধিকতর শুনানির তারিখ ২৮ নভেম্বর। আটক অন্যান্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিঝিল থানার পৃথক দু’ মামলায় স্থায়ী কমিটির তিন নেতাকে ৮ নভেম্বর সন্ধ্যার পর সোনারগাঁও হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য দুজনকে আটক করা হয়। ১৪ নভেম্বর আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে, আট দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। এ আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিন আবেদন করলে ১৯ নভেম্বর হাইকোর্ট তা বাতিল করে। তদন্ত কর্মকর্তাকে প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় হাইকোর্ট।

Leave a Reply