সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়াহাটে সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরনী

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বারইয়াহাটের সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা, বিদ্যালয়ের ফলাফল ঘোষনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ( রবিবার ) সকাল ১১টায় বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু সুনীল চন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর আলম মাসুক। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর্জা জসিম উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও ওস্তাদ রণজিত ধর । আরো বক্তব্য রাকেন সাংবাদিক রাজিব মজুমদার, সাংবাদিক নাছির উদ্দিন, বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সিরাজ উদ্দিন, শাহজাহান প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ফলাফলে সকল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথীগন।


বিজয় দিবসের আলোচনায় বক্তাগন বলেন মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এই দিনে সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরীর এমন উদ্যোগ ব্যাপক প্রসংশার দাবী রাখে। শুধু শিক্ষা নয় আদর্শ ও নৈতিকতা শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের শিশুদের জন্য শিল্প সাংস্কৃতিক উদ্যোগ অতুলনীয় বলে আখ্যায়িত করেন সকলে। সকল বক্তা মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।