নিজস্ব প্রতিবেদকঃ
মীরসরাইয়ে একটি এলজিসহ ৩ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারট থেকে তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আবিদ আলী ও এসআই আলমগীর স্থানীয় বারইয়ার হাট থেকে ঢাকামুখি একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকার থেকে ৩ যুবককে আটক করা হয় এবং তাদেরকাছ থেকে একটি এলজি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, ২টি হ্যান্ডকাপ, ২টি ডিবি পুলিশ লেখা জ্যাকেট। এসময় তাদেও ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৭৫১ আটককৃতরা হলো বরগুনা জেলার পাতাকাটা আমতলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩০), ঝালকাঠি জেলার নলছটি থানার আমতলী গ্রামের ইসকান্দার মাস্টারের ছেলে আসাদুজ্জামান (৩২), শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর গ্রামের জব্বার খানের ছেলে মো. আলমগীর (৩০)। এছাড়াও পলাতক রয়েছে আরো দুজন। তাদের একজনের নাম প্রতীক অপরজন অজ্ঞাত। জোরারগঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বারইয়ারহাট থেকে তাদের আটক করে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।