
১৪ এপ্রিল ২০১৯ রোজ রবিবার বিকাল ৩টায় মীরসরাই সামাজিক সংগঠন শারদীয়া স্পোর্টিং ক্লাব এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে জমজমাট বাংলা বর্ষবরন উৎসব পহেলা বৈশাখী মেলার আয়োজন করা হয় উওর হাজীসরাই নিরদা সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে । শারদীয় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা কৃষ্ণ পালে উপস্থাপনায় মেলা সম্পন্ন অনুষ্ঠান পরিচালিত হয়। মেলা উপলক্ষকে হাজারো দর্শকদের উপস্থিতিতে মেলা প্রাজ্ঞন কানায়কানায় পরিপূর্ণ হয়ে যায়।মেলায় দর্শকদের জন্য জমজমাট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মেলায় আরো ছিল গ্রামীন সব খেলার দোকান, পানিয়জলে দোকান, আইসক্রীম সহ নানান ধরনের দোকান বসে মেলা মাঠে। মেলায় সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয় নাচ,গান, নাটক, অভিনয়, ফ্যাশান শো সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমজমাট বৈশাখী অনুষ্ঠান শেষ হয়।