শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ যুক্তরাজ্য

aaa

 

বাংলাদেশে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। অর্ধেকের বেশি ভোটারের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া, নির্বাচনকেন্দ্রীক সহিংসতা, ভীতি প্রদর্শন, স্কুল-কলেজসহ সরকারি ভবনে অগ্নিসংযোগ, প্রাণহানি এবং রাজনৈতিক হয়রানির বিষয়গুলোতে হতাশ যুক্তরাজ্য।ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি এক বিবৃতিতে জানান, অর্ধেকের বেশি নির্বাচনী এলাকায় ভোটাররা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং অবশিষ্ট এলাকাগুলোতে ভোটারদের অংশগ্রহণ কম হওয়ার বিষয়টি হতাশাজনক।ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ওয়ার্সি।বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্য দেশগুলোর মতোই যুক্তরাজ্য বিশ্বাস করে যে, পরিণত ও কার্যকর গণতন্ত্রের প্রকৃত স্মারক হচ্ছে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। এতে ভোটারদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন হয়।বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে ব্যারনেস সাঈদা ওয়ার্সি বলেন, ‘আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশটির জনগণের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন অব্যাহত রয়েছে।’বিবৃতিতে নতুন সরকার এবং সব রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণের স্বার্থে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

Leave a Reply