রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন মীরসরাইয়ের মেয়েরা

নিজস্ব সংবাদাদাতা,

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চট্টগ্রাম জেলা পর্যায়ে মীরসরাই উপজেলার উত্তর দুর্গাপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকা চট্টগ্রামের এম এ আজীজ স্টেডিয়ামে ফাইনালে সাতকানিয়ার মধ্যম রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল করেন নবনিতা আচার্য্য। বিজয়ী দলকে শুভেচ্ছা জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, এটিও আবু মোতালেব, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ আবুল হোসেন রাইটার, ৮ নং ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ, এস, এম সেলিম, সহ- সভাপতি রতন দাশ রাখাল, টিম ম্যানেজার শিক্ষক গোপী দাশ, খোকন শর্মা প্রমুখ।

মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী বলেন, মেয়েরা ভালো ফুটবল খেলে জেলা চ্যাম্পিয়ন হয়ে এখন বিভাগীয় পর্যায়ে উন্নীত হয়েছে। আমি সকলের দোয়া কামনা করছি যেন বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে মীরসরাইবাসীর সহযোগীতা প্রত্যাশা করছি।