আনোয়ারুল হক নিজামীঃ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মীরসরাই উপজেলার উত্তর দুর্গাপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১২ ডিসেম্বর সকাল ৮ ঘটিকা চট্টগ্রামের এম এ আজীজ স্টেডিয়ামে সেমিফাইনালে পটিয়া উপজেলার দলকে ২- ১ গোলে পরাজিত করে ফাইনাল উন্নীত হয় মীরসরাই । বিজয়ী দলের পক্ষে গোল করেন নাদিয়া সোলতানা ও নবনিতা আশ্চার্য্য। আগামী ১৩ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেড়িয়ামে সকাল ৮ টা সাতকানিয়া উপজেলার দলের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উত্তর দুর্গাপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক গোপী দাস বলেন, আমার শিক্ষার্থীরা ভালো ফুটবল খেলে উপজেলা চ্যাম্পিয়ান হয়ে এখন জেলা পর্যায়ে ফাইনালে উন্নীত হয়েছে। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন বিজয়ী হয়ে মীরসরাই উপজেলার মুখ উজ্জ্বল এবং সুনাম রাখতে পারি