বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিল হেফাজত

0

 

ফের ঢাকার শাপলা চত্বরে আগামী ২৪ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া চট্টগ্রামে দুই দিনব্যাপী মহাসমাবেশ করারও ঘোষণা দেয়া হয়।
রোববার বিকালে হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ঢাকা, চট্টগ্রামে মহাসমাবেশসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। এরপর গত ১০ ডিসেম্বর সমাবেশ স্থগিতের ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ নভেম্বর চাঁদপুরে সমাবেশ, ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ, ২০ ডিসেম্বর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা, রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।এছাড়া হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীর ব্যঙ্গচিত্র তৈরি করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে সোমবার বিকালে হাটহাজারীতে এবং ২৯ নভেম্বর দেশের সব উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।জুনায়েদ বাবুনগরী জানান, হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর ব্যঙ্গচিত্র তৈরি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ইন্ধন জোগাচ্ছে তাদের চিহ্নিত করে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা, নাস্তিক বস্নগার অপতৎপরতা দমন, ৫ মে শাপলা চত্বরে আহত কর্মীদের ক্ষতিপূরণ ও হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়নে এসব কর্মসূচি হাতে নেয়া হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, আল্লামা শফীর ছেলে আনাস মাদানী, মওলানা মঈনুদ্দিন রুহি, আশরাফউল্লাহ নিজামপুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন।

Leave a Reply