দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহনের আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সেতু ভবনে ঢাকা এলিভেডেট এক্সপ্রেস ওয়ের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী কবির হোসেনসহ যোগাযোগ ও সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার আর কোন সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সমঝোতার পথ ক্ষীণ। ইতোমধ্যে ১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন সমঝোতা হলে ১১তম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহনের আর কোন সুযোগ নেই।এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পরবর্তী জেনারেশন প্রজেক্ট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ হতে যাচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এতে ব্যয় ধরা হচ্ছে ৮ হাজার ৩শ ৭ কোটি টাকা। তিনি বলেন, জমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেয়া হয়েছে। এখন জমি অধিগ্রহণে আর কোন জটিলতা নেই। আগামী মাস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এর মূল কাজ শুরু হবে।