ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো উন্নযন ও জোরদার হবে।
অপর এক বার্তায় ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়া তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সুলতান প্রধানমন্ত্রীর নতুন কার্যকালের সফলতা কামনা করেন। সেই সঙ্গে জানান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।