ক্ষমতা থেকে পদত্যাগ করে জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকার নেতারা।শুক্রবার লালবাগে হেফাজতে ইসলামের ঢাকা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে হেফাজতের নেতারা এ কথা বলেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বর্তমান দুঃসহ অবস্থা থেকে জাতি দ্রুততম সময়ের মধ্যে মুক্তি চায় মন্তব্য করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতারা বলেন, এ জন্য মাঠে-ময়দানে আন্দোলনের পাশাপাশি আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা এ সময়ের অন্যতম প্রধান কর্তব্য।সংগঠনটির ১৩ দফা বাস্তবায়ন, ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যাসহ সব শহীদের’ রুহের মাগফিরাত কামনা, মুফতি ওয়াক্কাস ও মুফতি সাখাওয়াত হোসাইনসহ গ্রেফতারকৃত সব আলেম-ওলামার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বর্তমান সরকারের কবল থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত দেশব্যাপী নফল রোজা ও দোয়া দিবসের অংশ হিসেবে এই দোয়া দিবসের আয়োজন করা হয়।নেতারা বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন করে না। কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো অথবা নিজেরা ক্ষমতায় যাওয়ার কোনো অভিলাষ তাদের নেই। কিন্তু দেশে এখন ক্ষমতাকেন্দ্রিক যে অচলাবস্থা বিরাজ করছে, দেশ ও জাতি যে কঠিন পরিস্থিতিতে নিষ্পেষিত হচ্ছে, এ অবস্থায় হেফাজতে ইসলাম চুপ করে বসে থাকতে পারে না।আল্লামা শাহ আহমদ শফী এই দুঃসহ অবস্থা থেকে মুক্তির জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন বলে দোয়া মাহফিলে জানানো হয়।এসব দাবিতে হেফাজতে ইসলাম ঘোষিত ২৪ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হেফাজতের নেতারা।শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, নিহতের রুহের মাগফিরাত কামনা ও বর্তমান সরকারের কবল থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর মিডিয়া সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফতে ইসলামের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী। দোয়া পরিচালনা করেন মাওলানা যুবায়ের আহমদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মুফতি তৈয়ব, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবুল কাশেম, মাওলানা যুনায়েদ গুলজার, মাওলানা আব্দুল গফফার, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইসহাক, মাওলানা আবুল ফারাহ আমিনী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আযীয প্রমুখ।
উৎস-কালেরকন্ঠ