নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় খতিব সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি প্রধানমন্ত্রীত্ব নয় তিনি দেশের মানুষের শান্তি চান। ইসলামের দাওয়াতের নামে অনেকে দেশের মানুষকে আস্তিক-নাস্তিক বিভাজনে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দেশবাসীকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি-জামায়াতের ক্যাডাররা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সকালে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার উদ্দেশ্য বলেন, আগুনে পুড়ি মানুষ হত্যা বন্ধ করুন। ইসলামের অপব্যাখা করে যারা মুসলমানদের পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইমাম সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।