প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। শনিবার বিকাল ৪টায় গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে চলমান সংকট নিরসন করে বাংলাদেশের গণতন্ত্র আরো সমুন্নত হোক এটাও জাতিসংঘ প্রত্যাশা করে জানিয়েছেন ফার্নান্দেজ তারানকো। শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বৈঠকে অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী।শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন তারানকো। এরপর দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে তিনি বৈঠক করেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জানিয়েছেন, তারা সব দলকে নিয়েই দশম জাতীয় সংসদ নির্বাচনের আশায় রয়েছেন।জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর শনিবার সন্ধ্যা ৭টায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।শুক্রবার রাতে ৪ দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।