Friday, December 13Welcome khabarica24 Online

পেনাল্টি সেভ করে মৃত্যুকে বরণ করলেন বেলজিয়াম গোলরক্ষক


আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিবেদক :: পেনাল্টি সেভ করে মৃত্যুকে বরণ করেন বেলজিয়াম গোলরক্ষক আর্নে এস্পিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২৬ বছর।

খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, কখনো কখনো সেটা হয়ে পড়ে কান্নার কারণ। যে কান্না থেকে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যে শোক পরিবারকে বয়ে বেড়াতে হয় আজীবন। যেমনটা হয়েছে বেলজিয়াম গোলরক্ষক আর্নে এস্পিলের পরিবারের সাথে। বিপক্ষ দলের পেনাল্টি সেভ করার সাথে সাথেই পাড়ি জমালেন না ফেরার দেশে। অথচ এমন মুহূর্তে সবচেয়ে বেশী উদযাপন করার কথা ছিলো তার।

খেলা হচ্ছিল বেলজিয়ামের একটি অপেশাদার লীগে। সেখানে উইংকেল স্পোর্ট বি ক্লাবের হয়ে মাঠে নেমেছিল গোলকিপার আর্নে এস্পিল।
ম্যাচের তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল উইংকেল স্পোর্টস বি দল তখন ২-১ গোলে এগিয়ে। এমন সময় পেনাল্টি পায় প্রতিপক্ষ। সেই পেনাল্টি আটকেও দেন এস্পিল। তবে পেনাল্টি সেভের সাথে সাথে মাঠে পরে যান তিনি। এরপর সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়ে ফেলেন এই তরুণ।