মোঃকামরুল হোসাইনঃ মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন ও মাহফিল সম্পন্ন।
পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ই ফেব্রুয়ারী (শনিবার) পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শিব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান ওয়াজেন হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা মহিবউল্ল্যা বাবু নগরী।
আরো ওয়াজ করেন মুফতি রহিম উল্ল্যা কাসেমী মাওলানা রহমত উল্লাহ সহ আরো বহু ওলামায়ে কেরাম। এর আগে বিকাল ৪টায় ক্বেরাত হামদ, নাত, হাদীস ও মাসায়েলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।