বগুড়ায় কড়া পুলিশ প্রহরার মধ্যেও বিআরটিসি’র একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথার অদুরে বিআরটিসি বাস ডিপোর সামনে এঘটনা ঘটে। এছাড়া রোববার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে সাতটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।জানাগেছে, সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ১০টার দিকে যাত্রীবিহীন বিআরটিসি’র একটি বাস জয়পুরহাটের উদ্দ্যেশ্যে বাস ডিপো থেকে বের হয়। বাসটি ডিপো থেকে বের হওয়ার পর পরই একদল দুর্বৃত্ত সেখানে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এসময় দুর্বৃত্তরা বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও বিআরটিসি বাস ডিপোর শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলে। আগুন দেয়ার কারণে বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে যেতে পারেনি।বিআরটিসি’র পরিচালক শুভাশিষ পোদ্দার লিটন জানান, অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রীরা তখন বাসে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর পরই বিআরটিসি’র শ্রমিকরা অবরোধকারীদের ধাওয়া করে তাদেরকে প্রতিহত করে।