শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পিলখানা হত্যার মূল হোতাদের ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হবে

kamrul-islam1

নিজস্ব প্রতিনিধিঃ

পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনের মূল হোতাদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০০৯ সালের ওই ঘটনার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপি-জামায়াতের মাধ্যমে শেখ হাসিনার সরকার উৎখাতে ষড়যন্ত্রে  লিপ্ত ছিল। ওই ঘটনা ঘটানোর জন্য ৪০  কোটি টাকা বিতরণ করা হয়। এ ষড়যন্ত্র এখনো অব্যহত আছে।তিনি বলেন, “ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এসব টাকা বিডিআরের সাবেক মহাপরিচালক ফজুলুর রহমান ও অন্যান্য সহযোগী কর্মকর্তাদের মধ্যে বণ্টন করেছিলেন।  বিভিন্ন পর্যায়ে ৫ কোটি থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, “২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সেইদিন সফল না হওয়ায় পরের দিন এ ঘটনা ঘটানো হয়। এসব তথ্যের সত্যতা ও উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিএনএন টেলিভিশন তাদের ওয়েবসাইটে এ সংবাদ প্রকাশ করেছে। গত ৩ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়ও তা প্রকাশিত হয়েছে। আর এই সংবাদের সূত্র ধরেই তদন্ত করে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply