নিজস্ব প্রতিবেদকঃ এবারের পিএসসি ফলাফলে খবরিকা পত্রিকার সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুব পলাশের পুত্র ও ভাগনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তাঁর ভাগনি মীরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তানজিল আরা তানজু জিপিএ -৫ লাভ করে। আর পুত্র তাকিবুর রহমান এ ( ৪.৫) লাভ করে। উল্লেখ্য যে তানজু মীরসরাই পাইলটের ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ স্থান ও তাকিব ১১তম স্থান অর্জন করে। এই দুই ছোট্ট বন্ধু তানজু ও তাকিবকে ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উজ্বল আগামী প্রত্যাশা করছি।