নিজস্ব প্রতিনিধি ঃ এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ধ্রুব দাস অন্তু। সে মীরসরাই উপজেলার জেবি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই সফলতার জন্য সে মা-বাবা ও সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে চিরঋণী।
ধ্রুব দাস অন্তু ৯নং মীরসরাই সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাঘখোলা গ্রামের প্রবাসী পরিমল দাস এবং রুপালী দাসের ২য় সন্তান।
ধ্রুব লেখাপড়া করে ভবিষ্যৎতে একজন চৌকস সেনা কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চায়। সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।