Saturday, January 25Welcome khabarica24 Online

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান হাকিমি


আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিবেদক ::
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি।

ক্লাব এবং জাতীয় দলের হয়ে সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পিএসজি এবং মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটার সবচেয়ে বড় অবদান ছিলো এই ডিফেন্ডারের। তবে এবার ফরাসি ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং জাতীয় দলের হয়ে কিছু জিততে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাকিমির স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমার স্বপ্ন? আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। আমার দেশ মরক্কোর হয়েও কিছু জেতা। এটা খুব বড় কিছু হবে (দেশের হয়ে কিছু জিততে পারা)। এই মুহূর্তে এটাই আমার স্বপ্ন।”

অবশ্য হাকিমির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা এই বছরও অধরা থেকে যেতে পারে। তারা ইতিমধ্যে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে হেরেছে এবং পরের ম্যাচে অবিশ্বাস্য কিছু করে জিততে হবে।