রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, গ্রহণযোগ্য সমাধান বের করার আহবান

me

 

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য সমাধান এখনও বের করতে না পারায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আজ দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নির্বাচন নিয়ে গ্রহণযোগ্য সমাধান বের করতে আহবান জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশের জনগণের চোখে বিশ্বাসযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ রয়েছে। কিন্তু সে রকম একটি নির্বাচন আয়োজনের পথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি। এজন্য হতাশ যুক্তরাষ্ট্র। কারণ, আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সংসদের অর্ধেকেরও বেশি আসনের জন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়, পরবর্তীতে আরও সহায়ক ও অনুকূল পরিস্থিতিতে পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনরায় চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপ অব্যাহত রাখতে এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য একটি সমাধান বের করতে দলগুলোর প্রচেষ্টা দ্বিগুণ করার অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, সহিংসতা ও ত্রাসমুক্ত পরিবেশে জাতীয় মুখপাত্রদের নির্বাচিত করার সুযোগ বাংলাদেশের জনগণের প্রাপ্য ও ন্যায্য অধিকার। দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা রাখেন, তাদের অবশ্যই উচিৎ আইনশৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতায় সমর্থন, উস্কানিমূলক বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও দেশটির জনগণকে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যাপারে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। সহিংসতা গ্রহণযোগ্য নয়। কারণ, তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, সব রাজনৈতিক দল ও বাংলাদেশের জনগণের স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মত ও দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার রয়েছে। জনগণের এই অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে সুযোগ করে দিতে হবে। সমানভাবে বিরোধী দলকেও সে সুযোগ শান্তিপূর্ণভাবে কাজে লাগাতে হবে।

Leave a Reply