নিজস্ব প্রতিনিধি
জেএসসি পরীক্ষার মধ্যে হরতাল না দিতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান করেন। প্রধানমন্ত্রী আবারও বলেন আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার কোন সুযোগ নেই। আর সংবিধান মোতাবেকই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। এসময় মেট্রোরেলসহ ঢাকা-টঙ্গী ও গাজীপুরের উন্নয়নে নেয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচে নির্মিত ১০টি প্রকল্পের উদ্ধোধন ও ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করেন তিনি। এরপর জনসভায় দেয়া বক্তব্যে, প্রধানমন্ত্রী বলেন, এ দেশ যখন তার আঙ্খিত লক্ষ্যে পৌঁছাচ্ছে তখন বিরোধী দল আন্দোলনের নামে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জেএসসি পরীক্ষার মধ্যে আর কোন নতুন কর্মসূচী না দেয়ার জন্য বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান তিনি ।প্রধানমন্ত্রী বলেন উনি চান না ছেলে-মেয়েরা পড়া লেখা করে মানুষ হোক। তাই পরীক্ষার সময় হরতাল দেন।সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন তার দেয়া আলোচনার প্রস্তাব বিরোধী দলীয় নেত্রী মেনে নিলে ৬০ ঘন্টার হরতালে এত গুলো প্রানহানি হতো না। তিনি বলেন তার ফোন ধরতে এতোক্ষন লাগে তবে দেশ চালাবেন কিভাবে আর তিনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। মানুষ খুন করে মারছেন।বিগত সিটি করপোরেশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক হেরে গেলেও দলীয় সরকারের অধীনে যে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা সেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমানিত হয়েছে বলেও উল্লেখ্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। সংবিধান মোতাবেকই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুত নেবে। মহাজোট সরকারের নেয়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে আরেক দফা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।