জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যত দ্রুত সম্ভব পদত্যাগ করবেন বলে তিনি জানান। আজ রবিবার বিকেলে আনোয়ার হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।উল্লেখ্য, ভিসি আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় নয় মাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পদত্যাগের দাবিতে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং দুই দফায় উপাচার্যকে অবরুদ্ধ করেন। এ ছাড়া উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।