Friday, January 17Welcome khabarica24 Online

ন্যূনতম মজুরি মেনে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

hasena6

সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নিয়ে কাজে যোগ দিতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১০ -১১ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়।এসময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যেই সরকার পাঁচ বছর মেয়াদী রপ্তানি নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশের মতো জনবহুল দেশে রপ্তানি বাণিজ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি। বাণিজ্যে উদার নীতিমালা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলেই বাণিজ্যের কার্যকর সম্প্রসারণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী রপ্তানির ক্ষেত্রে নতুন অনেক পণ্যের বাজার সৃষ্টিতেও সরকারের ভূমিকা তুলে ধরেন। প্রধনমন্ত্রী তার বক্তব্যে, এদেশের গ্রামীণ কাঁচামালকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার প্রতি এ সরকার বিশেষ পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

Leave a Reply