শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচন বাতিলের দাবিতে সিলেট চট্টগ্রাম ও বগুড়ায় শনিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল

hortal

 

দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে শনিবার সকাল থেকে সিলেট, চট্টগ্রাম ও বগুড়ায় ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে স্থানীয় ১৮দল।  সিলেট জেলায় আগামী শনিবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের সামনে মিছিল পরবর্তী সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক এম এ হক এই হরতালের ডাক দেন।সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে মিছিল বের করে ১৮ দলীয় জোট। মিছিলটি নতুন রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে এম এ হক হরতাল ঘোষণা করেন। সমাবেশে হরতালের মাধ্যমে সিলেটে নির্বাচন ঠেকানো হবে বলে ঘোষণা দেন জোটের নেতারা।এদিকে বিরোধীদল বিহীন একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ ও তার মুক্তি দাবি করেছেন জোট নেতারা ।  নির্বাচন অবৈধ, একতরফা, কলঙ্কিত ও জনগণের ভোটাধিকার হরণের নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্রকে হত্যার নির্বাচন উল্লেখ করে প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ১৮দলীয় জোট চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।খসরু আগামী ৪ ও ৫ জানুয়ারি ৪৮ ঘণ্টা হরতাল সর্বাত্মক পালনের জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা হতে সোমবার ভোর ৬টা পর্যন্ত বগুড়া জেলায় আবারো টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল।  বৃহস্পতিবার বিকেলে শহরের চেলোপাড়ায় ১৮ দলের বিক্ষোভ সমাবেশে ৪৮ ঘন্টার হরতাল শেষে জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম এই হরতালের ঘোষণা দেন।তিনি বলেন, বেগম জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি না দিলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উৎস- যুগান্তর

Leave a Reply