Sunday, January 19Welcome khabarica24 Online

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়

fakrul

বর্তমান নির্বাচন কমিশনকে গ্রহণের প্রশ্নেই আসে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ইসি কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়। তারা সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবে না। বর্তমান ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এর সর্বশেষ প্রমাণ হচ্ছে বিএনএফ নামে একটি সংগঠনকে নিবন্ধন দেওয়া।রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার বৈঠক নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন- নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ১৮ দলীয় জোট কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।

Leave a Reply