নিজস্ব প্রতিনিধি
মিরপুরে, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৬৬ রানের টার্গেটে ১৬২ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৩ ওভারে ২০৬ রান। রুবেল হোসেনের হ্যাটট্রি জয়ের সম্ভাবনা তৈরি করে । তাঁর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ২৬ রান এর বিনিময় ৬ উইকেট নেন রুবেল। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। তবে মুশফিক ও নাঈমের রেকর্ড ১৫৪ রানের জুটিতে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে টাইগাররা। মুশফিক ৯০ ও নাঈম ৮৪ রান করেন। ৪ উইকেট নেন জেমস নিশাম।