রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৭

nigeria
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুড়িতে গাড়িবোমা বিস্ফোরণে ১৭ জন নিহত ও কমপক্ষে আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এক জনাকীর্ণ বাজারে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারাম এই হামলার দায় স্বীকার করেছে। এরইমধ্যে তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে।এক প্রত্যক্ষদর্শী দোকানদার জানায়, তিনি বাজারের কাছে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনেন। পরে তিনি দৌড়ে তার দোকানে আসলে দেখেন ঘটনাস্থলে বহু প্রাণহীন রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।নাইজেরিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার জন্য দায়ী এই ইসলামি জঙ্গি গোষ্ঠি বোকো হারাম। দেশটিতে ২০১২ সালে ৬২০ জন ও ২০১১ সালে ৪৫০ জন নিরীহ মানুষকে হত্যার জন্য জঙ্গি দলটিকে দায়ি করা হয়। জাতিসংঘের হিসাব মতে, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে বোকো হারাম তিন থেকে ১০ হাজার মানুষ হত্যা করেছে।

Leave a Reply