Thursday, December 12Welcome khabarica24 Online

নতুন সরকার ৫ বছর থাকবে না : অর্থমন্ত্রী

abul mal abdul

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আলোচনা সাপেক্ষে যেকোনো সময় ১১তম নির্বাচন আয়োজন করা হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকালে সিলেটের কাজিরবাজারে সুরমা নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পুনর্নির্মাণ, শহীদ মিনার সংস্কার ও শাহপরান (রহঃ) হাসপাতাল নির্মাণ ও বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার পরবর্তী ৫ বছর দেশ পরিচালনা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা কখনো বলিনি এই সরকার ৫ বছর দেশ চালাবে। সরকার গঠনের পর যেকোনো সময় আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে ১১তম সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।

Leave a Reply