জাতীয় পার্টি, বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং ধর্মভিত্তিক বেশ কটি দলের নেতৃত্বে নতুন জোট হচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সকালে ছাত্র সমাজের একটি অনুষ্ঠানে এই নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। গণফোরামের ড. কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজে নতুনদের যোগদান উপলক্ষে ছিলো এই আয়োজন। এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন জানান, এরশাদের নেতৃত্বে নতুন জোট হচ্ছে। জোটে থাকছেন, বি চৌধুরী, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবের দল ছাড়াও বেশ কয়েকটি ইসলামী দল। ড. কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ জানান, ওই নেতাদের সঙ্গে বুধবার তার বৈঠকের কথা।জাতীয় পার্টির নেতৃত্বে এ জোট শিগগিরই আত্মপ্রকাশ করবে। তবে তার আগে দু-এক দিনের মধ্যেই মহাজোট ছাড়ার ঘোষণা দেয়া হবে বলে জানান এরশাদ। নতুন এই জোটকে ‘নির্বাচনী জোট’ বলা হলেও আগামী নির্বাচনে এই জোট অংশ নেবে কিনা, তা খোলাসা করেননি এরশাদ। প্রধান দুই দলেরই সমালোচনা করে এরশাদ আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশা