নতুন রাজনৈতিক জোট করেই আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একই সঙ্গে কয়েকদিনের মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরুরও ঘোষণা করেন মহাজোট সরকারের এই অন্যতম শরিক। রোববার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ ঘোষণা দেন তিনি। হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে এই বৈঠক করার জন্য বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় যান এরশাদ। দুপুর পৌনে ১২টার দিকে শফীর কক্ষে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকের পর হেফাজতে ইসলামের মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এসেছিলেন দোয়া নিতে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়নের চেষ্টা করবেন।