সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্গাপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার দুর্গাপুর এন.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ গতকাল (শনিবার) ১০ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশে বিদ্যালয়ে শিক্ষক ক্ষুদিরাম দাস এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি ওলিউল্লা হরমুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আরো বক্তব্য প্রদান করেন, ৮নং দুর্গাপুর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌঃ, আ’লীগ নেতা এস.এম সেলিম, এমরান হোসেন সোহেল,শেখ মোঃ আবুল হোসেন. আক্তার হোসেন চৌঃ, আক্তার হোসেন ইউসুপ সহ প্রমুখ।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থী মায়েদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এসময় শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত হয়ে তাদের সন্তানদের সম্পর্কে শিক্ষকদের কাছ থেকে দিক নির্দেশনামূলক পরামর্শ গ্রহণ করেন।