সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দাবি না মেনে তফসিল ঘোষণা করলে দেশ অচল করে দেওয়া হবে – মির্জা ফখরুল

fakrul

দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের দাবি না মেনে যে দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকেই দেশ অচল করে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। একইসঙ্গে ১৮ দলের উদ্যোগে আগামী রোববার সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘চলমান সংকট থেকে উত্তরণের জন্য আমরা জাতির অভিভাবক রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারেননি। তিনি আরো বলেন, ‘এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এই একতরফা নির্বাচনে যাবো না।

Leave a Reply