নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে রাজপথে নেতাকর্মীদের কঠোরভাবে থাকতে হবে।শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের ডাকা ৩ দিনের হরতালে নিহতদের গায়েবানা জানাজার আগে বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার হরতাল কর্মসূচি চলার সময় ২০ জন মানুষকে হত্যা করেছে। আমরা সবাই শোকাহত। এ শোককে শক্তিতে পরিণত করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজপথে থাকতে হবে; দাবি আদায় করতে হবে। যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। আমাদের তাদের পথ অনুসরণ করতে হবে। এসব শহীদদের রক্তের ওপর দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে।