শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তুমি বিষ্ময় :: হাছনা জান্নাত মিকাত

তুমি আসলে ঘুঘুর পালকে
সজ্জ্বিত দাঁড়কাক…..
ভেড়ার চামড়ায় ঢাকা নেকড়ে…
তোমাকে দেখলে যা মনে হয়,
তুমি তার বিপরীত স্বভাবের লোক…..
সাধুর ছদ্মবেশে তুমি শয়তান….
আর কি কখনো
এমন খারাপ একটা বইকে
এতো চমৎকার মোড়কে
বাঁধায় করা হয়েছিল !