নিজস্ব প্রতিনিধি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। তিন বছর আগে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে ওয়ানডেতে বদলে গেছে বাংলাদেশ। এই সময়ে ৩৯ ওয়ানডে খেলে ১৬টিতে জিতেছে টাইগাররা। টানা তিন দিনের হরতালের আজ শেষ দিন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশকে সমর্থন যোগাতে ভ্ক্তদের মাঠে আসার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ-নিউজিল্যান্ডম্যাচ হরতালের আওতামুক্ত থাকবে।