অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল গ্রহণ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল গ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতের মামলার নথি তলব করা হয়েছে। এ মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুনানির জন্য বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় তারেক রহমানকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে আদালত তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, সেখানে তারেক রহমান জামিন চাইতে পারবেন।
উৎস- যুগান্তর