Wednesday, February 12Welcome khabarica24 Online

তারেক-মামুনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

Tareq-Mamun

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ১৭ই নভেম্বর রায় দেবে আদালত। দুপুরে এ মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন।তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়নি। গত ২৬শে মে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারি করে আদালত। ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮শ ৫৩ টাকা পাচারের অভিযোগে ২০০৯ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের মামলাটি দায়ের করে দুদক। ২০১১ সালের ৮ই আগস্ট এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ১৭ই নভেম্বর রায় দেবে আদালত। দুপুরে এ মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন।তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়নি। গত ২৬শে মে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারি করে আদালত। ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮শ ৫৩ টাকা পাচারের অভিযোগে ২০০৯ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের মামলাটি দায়ের করে দুদক। ২০১১ সালের ৮ই আগস্ট এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

Leave a Reply