রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তাজরীন ট্রাজেডি : মালিকসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

tajrim-md

 

পোশাক শিল্প প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস ট্রাজেডিতে দায়েরকৃত মামলায় প্রতিষ্ঠানটির মালিক দেলাওয়ার হোসেনসহ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার আসামিদের ধরতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেয়া হয়।যাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন-তাজরীন এমডি দেলাওয়ার হোসেন, তার স্ত্রী ও চেয়ারম্যান মাহমুদা আকতার  প্রকৌশলী এম. মাহবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান, প্রডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।  গত বছরের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরো পাঁচ শতাধিক।এ ঘটনার পর গত ২২ ডিসেম্বর তাজরীর মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।আদালত আজ মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।

Leave a Reply