ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টস আন্তর্জাতিক হলের লিফটের নিচে পড়ে একজন মারা গেছেন। জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে হলের কর্মচারী বাবুল মুন্সির ভাগ্নে সোহেল লিফটের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হলে শোকের ছায়া নেমে আসে।বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টস হলের প্রাধ্যক্ষ লুৎফর রহমান কালের কণ্ঠকে বলেন, লিফটের নিচে পড়ে কর্মচারীর ভাগ্নে নিহত হয়েছে। তবে লিফটের নিচে কিভাবে গেল তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের ডাকা হয়েছে।