নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকাস্থ মীরসরাইবাসীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল পরিণত সম্পন্ন হয়েছে। গত ১৮ মে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাইবাসী আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল রাজনীতিবিদ নুরুল হুদার সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় এতে সঞ্চালনায় ছিলেন রাজনীতিবিদ আকম জান্নাতুল করিম খোকন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যক কাইয়ুম নিজামী, ইতিহাস গবেষক ও লেখক আহমদ মমতাজ, সাবেক ডিআইজি মেজবা উন নবী, ব্যবসায়ী জামাল উদ্দিন আফগানী, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা রেদোয়ান চৌধুরী, বিমান কর্মকর্তা আবু তাহের মারশাল, রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন রবি, নাসরিন সুলতানা, মেজবাহ উদ্দিন শফি, আছিফ রহমান শাহীন, আসিফ উল হক, পুলিশ কর্মকর্তা নুরুদ্দীন সবুজ, ফৌজিয়া নিজাম তামান্না, সাগুফতা বুশরা মিশমা, মাইনুল ইসলাম প্রমুখ।
পরে দেশ ও জাতীর কল্যাণে কামনায় মোনাজাত করা হয়।