Sunday, January 19Welcome khabarica24 Online

টুপুর টাপুর : আহসান আরিফ

টুপুর টাপুর বৃষ্টি পড়ে
টিনের চালে জল,
ঘরের ভিতর মাতোয়ারা
দুষ্টু ছেলের দল।

আষাঢ় মাসে জলের মেলা
পাখি ডাকে ঝিলে,
মরা নদীর ভরা যৌবন
জোয়ার খালে বিলে।

মেঘের সাথে কাকের কথন
জলে ভাসে হাঁস,
কচুরিপানা নাইওর যাবে
ছাড়ে দীর্ঘশ্বাস।

কৃষক চলে দলে দলে
থামাল মাথায় দিয়ে,
বৃষ্টি ভেজা সময় কাটায়
সর্দি কাশির ভয়ে।

কদম ফুলের রেনু গুলি
দুলছে আপন মনে,
তাজা হলো ফুলের পরাগ
বৃষ্টি মেঘের টানে।